পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) ঘোষিত নার্স নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে আন্দোলনকারী ডিপ্লোমা ও গ্রাজুয়েট বেকার নার্সদের দাবি মেনে নিয়েছে সরকার। ফলে এখন পরীক্ষা নয়, আগের নিয়মেই ব্যাচ, মেধা ও সিনিয়রিটি ভিত্তিতেই নার্স নিয়োগ হবে।রোববার সকালে নার্স নেতাদের ধানমন্ডির বাসায় ডেকে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম এ কথা জানান। সেবা পরিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক নিলুফার ফারহাদ ও বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি রিনা আক্তার জাগো নিউজকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।জানা যায়, রোববার সকালে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্স সভাপতি রিনা আক্তার, মহাসচিব ফারুক হোসেন, গ্রাজুয়েট বেকার নার্স সভাপতি রাজিব বিশ্বাস ও মহাসচিব নাহিদা আক্তারসহ মোট পাঁচজন স্বাস্থ্যমন্ত্রীর বাস ভবনে যান। এ সময় স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, অতিরিক্ত সচিব (নার্সিং) সুভাষ চনদ্র সরকার, যুগ্ম সচিব (নার্সিং ) গৌতম এইচ সরকার ও সেবা পরিদফতরের পরিচালক নীলুফার ফারহাদ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. এম ইকবাল আর্সলান ও বিএমএ’র সাবেক মহাসচিব ও বিএসএমএমইউ’র প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।ডা. শারফুদ্দিন আহমেদ জানান, তাদের উপস্থিতিতেই স্বাস্থ্যমন্ত্রী নার্সদের দাবি মেনে নিয়ে আগের নিয়মে নার্স নিয়োগ করা হবে বলে জানান। তিনি বলেন, দেশে নার্সের প্রচুর সংকট। তাই দ্রুত নার্স নিয়োগের লক্ষ্যে এ ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে, সরকার দাবি মেনে নেওয়ার খবর ছড়িয়ে পড়লে গত একমাসেরও বেশি সময় যাবত জাতীয় প্রেস ক্লাবের সামনের ফুটপাতে অবস্থান করা আন্দোলনরত নার্সদের মধ্যে খুশির বন্যা বয়ে যায়। গত ২৮ মার্চ পিএসসি পরীক্ষার মাধ্যমে সাড়ে তিন সহস্রাধিক নার্স তাদের দাবি আদায়ে আন্দোলনে করে আসছিলেন বেকার নার্সরা।উল্লেখ্য, পূর্বের মতো জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগ দেয়ার দাবিতে গত ৪ এপ্রিল থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন তারা। পরে গত ২৮ এপ্রিল সন্ধ্যা থেকে তারা আমরণ অনশনে অংশ নেয়।এমইউ/আরএস/এমএস
Advertisement