জাতীয়

হারুনের তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুন অর রশীদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। হারুনের তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি।

Advertisement

মঙ্গলবার (২০ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে বাংলাদেশ ব্যাংক, সাব রেজিস্ট্রি অফিস, পাসপোর্ট, নির্বাচন কমিশনসহ অর্ধশতাধিক প্রতিষ্ঠানে চিঠি পাঠানো হয়েছে। দুদক সূত্রে বিষয়টি জানা গেছে।

আরও পড়ুন

শেখ সেলিমের পরিবারের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের হিসাব তলব সাইফুজ্জামান, আছাদুজ্জামান ও হারুনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক জাহিদ মালেক-দীপু মনি-শেখ হেলালসহ ১৩ জনের ব্যাংক হিসাব জব্দ

গত রোববার (১৮ আগস্ট) আলোচিত এ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। পরের দিন সোমবার (১৯ আগস্ট) সংস্থাটির উপপরিচালক জয়নাল আবেদীনের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

Advertisement

বিগত সরকারের সময় প্রভাবশালী এই পুলিশ কর্মকর্তা রাজধানীতে দুডজন বাড়ি, অর্ধশতাধিক ফ্ল্যাট ও প্লট গড়েছেন বলে অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র, দুবাই ও জেদ্দাসহ বিদেশেও গড়েছেন অঢেল সম্পদ।

এসএম/বিএ/এমএস