সাহিত্য

বদলেছে হাওয়া

ভিসি-প্রোভিসি-ট্রেজারার,তাদের কেউ আজ নেই আর।বদলেছে রাষ্ট্র-ক্ষমতার হাওয়া,অসময়ে তাদের চলে যাওয়া!

Advertisement

শুধু ইবি নয়, দেশের সর্বত্র,পরিবর্তন চলছে প্রতিনিয়ত।কেউ জেলে, কেউ রিমান্ডে,কেউ পলাতক বিশ্বব্রহ্মাণ্ডে!

নিয়োগ পেতে অতি আগ্রহীজন,জোরদার করছে লবিং প্রতিক্ষণ।পূর্ব পরিচিত অসৎ, দুর্নীতিবাজ,কোনো পদে যেন না আসে আজ!

ইবির মূল উদ্দেশ্য বাস্তবায়নে,সবার ঐকমত্য জরুরি এ ক্ষণে।সৎ ভিসি-প্রোভিসি-ট্রেজারার,ইবিতে দেওয়া হোক, দাবি সবার।

Advertisement

উচ্চ মহলে সার্চ কমিটি করে,যাচাই-বাছাই করে স্তরে স্তরে।যোগ্যকে নেওয়া যেতে পারে,ইবির সুনাম আসবে ফিরে!

হাদিসে আছে নেতৃত্ব চেয়ে নিলে,হিমশিম খাবে সহযোগিতার বদলে।যদি চলে আসে নেতৃত্ব না চাইতে,আল্লাহর রহমত থাকবে তাতে।

যদি যোগ্যকে অবহেলা করে কখন,কেউ কাউকে করে নেতা নির্বাচন।তবে সে অভিযুক্ত হবে খেয়ানতের,আল্লাহ, রাসুল ও ঈমানদারের।

এসইউ/এএসএম

Advertisement