জাতীয়

৭ দফা দাবি সরকারি কর্মচারীদের

বৈষম্যমুক্ত নবম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে সাত দফা দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা।

Advertisement

মঙ্গলবার (২০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সমন্বয়ক মো. মাহমুদুল হাসান এবং মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী লিখিত বক্তব্য পড়ে শোনান। তারা অবিলম্বে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান।

দাবির মধ্যে রয়েছে- বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে পে-কমিশন গঠন করতে হবে। পে-স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদান করতে হবে। যেসব কর্মচারী মূল বেতনের শেষ ধাপে উন্নীত হয়েছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি নিয়মিত করতে হবে।

Advertisement

এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়নসহ সহকারী শিক্ষকদের বেতন নিয়োগ বিধি-২০১৯ এর ভিত্তিতে ১০ম গ্রেডে উন্নীত করা। আউট সোর্সিং পদ্ধতি বাতিল করে ওই পদ্ধতিতে নিয়োগকৃত ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে আত্মীকরণ করতে হবে।

বাজারমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি বৃদ্ধির বিষয় বিবেচনা করে সব ভাতাদি পুনঃনির্ধারণ, ১১-২০ গ্রেডের রেশন ব্যবস্থার প্রবর্তন করতে এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর ও অবসরের বয়সসীমা ৬২ বছর নির্ধারণ করতে হবে।

সরকারি কর্মচারীদের ৭ দফা দাবি বাস্তবায়নে আগামী ৩০ আগস্ট (শুক্রবার) সকাল ১০টায় জাতীয় জাদুঘরের সামনে সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণাও দেন তারা।

এনএস/এমএইচআর/এমএস

Advertisement