অর্থনীতি

হাজার টাকার নোট বাতিলের পরিকল্পনা নেই: গভর্নর

হাজার টাকার নোট বাতিলের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেছেন, নোট বাতিল বিষয়ে এটা নিয়ে গুজব যেন ছড়ানো না হয়। তবে সরকারের নতুন নোট প্রয়োজন হলে ছাপানো হবে।

Advertisement

মঙ্গলবার (২০ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের বোর্ড রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এর আগে একই দিনে সচিবালয়ে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও কানাডার হাইকমিশনার লিলি নিকলসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আরও পড়ুন হাজার টাকার নোট বাতিলের বিষয়ে যা বললেন অর্থ উপদেষ্টা 

হাজার টাকার নোট বাতিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এগুলো নিয়ে হ্যাঁ বা না কিছু বলাই ঠিক না। আমরা বলি এটা থাক। এটাতে কোনো অসুবিধা হচ্ছে না। সহজে এগুলোর সিদ্ধান্ত নেওয়া যাবে না।

Advertisement

ইএআর/এমএইচআর/জিকেএস