দেশজুড়ে

লক্ষ্মীপুরে কৃষক দল নেতা বহিষ্কার

অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় কৃষক দলের নেতা ইমন হোসেন সেলিমকে বহিষ্কার করা হয়েছে। তিনি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

Advertisement

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাজু বিষয়টি নিশ্চিত করেন।

দলীয় সূত্র জানায়, বহিষ্কৃত সেলিমের বিরুদ্ধে দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এতে তাকে চন্দ্রগঞ্জ থানা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদকসহ দলীয় সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। তার সঙ্গে কৃষক দলের সব নেতাকর্মীকে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য আহ্বান করা হয়েছে।

জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল তার বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেন।

Advertisement

জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাজু বলেন, দলের নির্দেশনা রয়েছে নেতাকর্মীরা যেন কোনো ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না থাকে। কিন্তু সেলিম দলের নির্দেশনা ভঙ্গ করেছেন। এতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

কাজল কায়েস/জেডএইচ/জিকেএস