হত্যা মামলায় গ্রেফতার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ।
Advertisement
মঙ্গলবার (২০ আগস্ট) মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এই কর্মকর্তা বলেন, মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় দীপু মনি ও আরিফ খান জয়কে ১০ দিন করে রিমান্ড চাওয়া হবে। দুপুরের দিকে তাদের আদালতে পাঠানো হবে।
এর আগে সোমবার (১৯ আগস্ট) দীপু মনি ও আরিফ খান জয়কে গ্রেফতার করে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ। তাদের মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
Advertisement
আরও পড়ুন
হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো দীপু মনি ও আরিফ খান জয়কেসকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান বলেন, গতকাল (সোমবার) রাতে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে একই রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেফতার করা হয়।
টিটি/ইএ/জেআইএম
Advertisement