খেলাধুলা

টটেনহ্যামকে প্রথম ম্যাচেই আটকে দিলো হামজা চৌধুরীর দল

বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী খেলছেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের দল লেস্টার সিটির হয়ে। গত মৌসুমে দলটি ছিল প্রথম বিভাগে। হামজা চৌধুরীদের অসাধারণ বীরত্বে প্রিমিয়ারে উঠে আসে তারা।

Advertisement

প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচেই অন্যতম শক্তিশালী দল টটেনহ্যাম হটস্পারের মুখোমুখি হয় লেস্টার সিটি। যদিও এই ম্যাচে হামজা চৌধুরীকে মাঠে নামাননি কোচ স্টিভ কুপার। বসেছিলেন সাইডবেঞ্চে। তবে শক্তিশালী টটেনহ্যামকে রুখে দিয়েছে লেস্টার। ১-১ গোলে ড্র করেছে তারা।

২০১৫-১৬ মৌসুমেই এই দলটি চ্যাম্পিয়ন হয়েছিলো ইংলিশ প্রিমিয়ার লিগে। তারকা স্ট্রাইকার জেমি ভার্ডি ছিলেন সেই জয়ের নায়ক। এবারও তিনি রয়েছে লেস্টারের দলে এবং তার গোলেই প্রথম ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে প্রিমিয়ারে উঠে আসা দলটি।

ম্যাচের পরিসংখ্যান দেখলেই যথেষ্ট- টটেনহ্যাম কতটা আধিপত্য বিস্তার করে খেলেছে। ৭০.৭ ভাগ বলের দখল ছিল টটেনহ্যামের। লেস্টারের দখলে ছিল ২৯.৩ ভাগ বল। তাও প্রথমার্ধে তো বলতে গেলে বলই পায়নি লেস্টার। যার ফলশ্রুতিতে ২৯তম মিনিটে গোল পেয়ে যায় টটেনহ্যাম। পেদ্রো পোরো গোল করে এগিয়ে দেন টটেনহ্যামকে।

Advertisement

কিন্তু দ্বিতীয়ার্ধে গিয়ে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে লেস্টার এবং ৫৭ মিনিটে জেমি ভার্ডির দারুণ এক গোলে সমতায় ফেরে তারা। শেষ পর্যন্ত আর কেউ কোনো গোল করতে পারেনি এবং ১-১ গোলে সমতা নিয়েই মাঠ ছেড়ে যায়।

আইএইচএস/