দেশজুড়ে

সড়কে বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেলো আইনজীবীর

কুমিল্লা নগরীতে সড়কে বৈদ্যুতিক তারে জড়িয়ে সোহরাব হোসেন সোহাগ নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে।

Advertisement

সোমবার (১৯ আগস্ট) বিকেলে নগরীর সালাউদ্দিন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ জেলার বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামে নোয়াব মিয়া সর্দারের ছেলে।

কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক শেখ ফজলে রাব্বি জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের ভাগিনা তানিম জাগো নিউজকে জানান, সোহরাব হোসেন সোহাগ সোমবার দুপুরে স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে কুমিল্লায় আসেন। নগরীর ঝাউতলায় কে. আলী হাসপাতালে ডাক্তার দেখানো শেষে পরীক্ষার জন্য সালাউদ্দিন মোড় এলাকায় মেডিনোভা রোগ নির্ণয় কেন্দ্রে যান। সেখানে স্ত্রীকে রেখে বাইরে আসলে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে গুরুতর আহন হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মরদেহ বাড়ি নিয়ে আসেন।

Advertisement

কুমিল্লা মেডিকেল কলেজের পরিচালক শেখ ফজলে রাব্বি জাগো নিউজকে বলেন, আইনজীবী সোহরাব হোসেন সোহাগকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

কুমিল্লা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ভুইয়া জাগো নিউজকে বলেন, সোহাগ চলতি বছরের মে মাসে কুমিল্লা আইনজীবী সমিতির সদস্য হন। তিনি খুব ভদ্র ও বিনয়ী ছিলেন। তার মৃত্যুতে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি শোকা প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে।

জাহিদ পাটোয়ারী/এফএ/জেআইএম

Advertisement