জাতীয়

এক মাস পর চালু হলো বিআরটিএ’র ক্ষতিগ্রস্ত সার্ভার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার এক মাস পর সার্ভার চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

Advertisement

রোববার (১৮ আগস্ট) থেকে এই সার্ভার সচল হয়েছে। সোমবার (১৯ আগস্ট) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিআরটিএ।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ ও ১৯ জুলাই দুই দফায় রাজধানীর বনানীর বিআরটিএ’র প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। এরপর থেকে সারাদেশে ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর বিতরণ আবেদন বন্ধ রাখে বিআরটিএ।

আরও পড়ুনআমার ড্রাইভার একটা লাইসেন্স নিতে ৭ বার ছুটি নিয়েছেন

বিআরটিএ জানায়, বিআরটিএ ভবনে সার্ভার ও আইএস সচল হয়েছে। বিআরটিএ কর্তৃক মোটরযান সংক্রান্ত সেবা (রেজিস্ট্রেশন, মালিকানা বদলি, ফিটনেস, ট্যাক্স-টোকেন ও রুট-পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ) কার্যক্রম চালু হয়েছে। সবাইকে বিআরটিএ সার্কেল অফিস থেকে সেবা গ্রহণে অনুরোধও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Advertisement

এমএমএ/ইএ/এএসএম