খেলাধুলা

অস্ট্রেলিয়া অধিনায়কের আপত্তি, এ সপ্তাহে সিদ্ধান্ত জানাবে আইসিসি

নারী বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ এবং ৩ অক্টোবর থেকে বিশ্বকাপ শুরু হবে- আপাতত এটাই চূড়ান্ত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ম্যাচগুলো- সে সূচিও চূড়ান্ত হয়ে রয়েছে। বাংলাদেশও ১০ দলের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে পুরো প্রস্তুতি নিয়ে রেখেছিলো।

Advertisement

কিন্তু এরই মধ্যে ঘটে গেলো বিশাল ঘটনা। বৈষম্য বিরোধী আন্দোলন এবং গণ অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা এবং ভারতে পালিয়ে যান। এই আন্দোলনে প্রচুর হতাহতের ঘটনা ঘটে। এখনও যার রেশ রয়ে গেছে। পুলিশ বাহিনী কর্মে ফিরলেও আগের সেই চাঞ্চল্য নেই। থানাগুলো থেকে লুট হওয়া অস্ত্র ফেরত দেয়নি ঘটনায় জড়িতরা। যার ফলে যৌথ বাহিনীর অভিযানের পরিকল্পনাও রয়েছে।

বাংলাদেশের এমন অস্থিতিশীল পরিস্থিতিতে অস্ট্রেলিয়া, কানাডা, ভারত এবং ইংল্যান্ডের সরকারের পক্ষ থেকে বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করে রাখা হয়েছে।

এসব অবস্থার কারণে বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হবে কি না, তা নিয়েই তুমুল শঙ্কা তৈরি হয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া জোর দিয়ে বলেছেন, তারা আশাবাদী বিশ্বকাপ আয়োজনের বিষয়ে। এ জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে নিরাপত্তা নিশ্চিতের আশ্বাসও দিয়েছেন তিনি।

Advertisement

তবুও বাংলাদেশে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে আপত্তি জানিয়েছেন অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক অ্যালিসা হিলি। এখানে বিশ্বকাপ আয়োজন হলে সেটাকে তিনি ‘ভুল কিছু’ হবে বলে অভিহিত করেছেন।

চারদিকে নানা আলোচনা-সমালোচনা এবং সংশ্লিষ্ট অনেকের কাছ থেকে আপত্তি আসার কারণে আইসিসিও চিন্তা করছে বাংলাদেশ থেকে আয়োজন অন্য কোথাও সরিয়ে নেয়ার। চলতি সপ্তাহেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে তারা। সম্ভাব্য ভেন্যু হিসেবে আরব আমিরাতকে ধরে রাখা হয়েছে। ভারতকে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেয়া হয়েছিলো। কিন্তু ভারত সে প্রস্তাব গ্রহণ করেনি।

আরব আমিরাত ছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য আয়োজকের তালিকায় রয়েছে শ্রীলঙ্কাও। অন্যসব অপশন কাজ না করলে শেষ অপশন হিসেবে জিম্বাবুয়েকে ধরে রাখা হয়েছে।

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের অধিনায়ক অ্যালিসা হিলি বলেন, ‘এমন একটা দেশ যেখান থেকে ক্রিকেটীয় উপকরণ সরিয়ে নেয়া হয়েছে এবং তারা নিজেরা খুবই সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে, তেমন একটি দেশে বিশ্বকাপের মত ইভেন্ট আয়োজন করা আমার মতে খুবই কঠিন হবে।’

Advertisement

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে খেলার মত মন মানসিকতা আমার থাকবে কি না বুঝতে পারছি না। একজন মানুষ হিসেবে আমি অনুভব করছি যে, সেখানে (বাংলাদেশে) বিশ্বকাপ আয়োজন করা হবে ভুল কিছু। তবে আমি এ বিষয়টাকে আইসিসির ওপরই ছেড়ে দিচ্ছি। তারা এটা নিয়ে কাজ করবে।’

অস্ট্রেলিয়ার অলরাউন্ডার সোফি মলিনেক্স বলেন, ‘খেলোয়াড়রা পুরোপুরি দ্বিধা-দ্বন্দের মধ্যে রয়েছে। আমরা ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, এ নিয়ে তারা আইসিসির সঙ্গে কাজ করছে। আমরা পুরোপুরি আস্থা রাখতে পারি যে, তারা সঠিক সিদ্ধান্তটিই নিয়ে আসবেন।’

আগামী সোমবারের মধ্যে অস্ট্রেলিয়া বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে। অধিনায়ক অ্যালিসা হিলি জানিয়েছেন, যে দেশেই আয়োজন করা হোক, তারা নিজেদের পুরোপুরি প্রস্তুত করছেন বিশ্বকাপ জয়ের জন্য।

আইএইচএস/