আইন-আদালত

সময় টিভির সম্প্রচার বন্ধ: আদেশের বিরুদ্ধে আপিল করা হবে

স্যাটেলাইট চ্যানেল সময় টেলিভিশনের সম্প্রচার ৭ দিনের জন্য বন্ধে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করা হবে।

Advertisement

মঙ্গলবার (২০ আগস্ট) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করা হবে বলে ব্যারিস্টার মাহবুব শফিক জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

এর আগে আজ সময় টেলিভিশনের সম্প্রচার ৭ দিনের জন্য বন্ধের আদেশ দেন হাইকোর্ট।

আরও পড়ুন

Advertisement

সময় টিভির সম্প্রচার ৭ দিনের জন্য বন্ধ: হাইকোর্ট

সময় টেলিভিশনের পরিচালক শম্পা রহমানের করা এক রিটের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ আদেশ দেন।

আদালতে এদিন রিটের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী মজিবুল হক ভূঁইয়া ও আইনজীবী আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়েজ আহমেদ।

এফএইচ/ইএ/এমএস

Advertisement