করোনা মহামারির সময় নানা অজুহাতে পদত্যাগে বাধ্য করা বা ছাঁটাইয়ের শিকার হওয়া ব্যাংক কর্মকর্তাদের চাকরিতে পুনর্বহালের দাবি জানানো হয়েছে। সোমবার (১৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানান চাকরিচ্যুত কর্মকর্তারা।
Advertisement
আয়োজিত মানববন্ধনে বলা হয়, করোনার সময়ে বেশ কয়েকটি বেসরকারি ব্যাংক তার কর্মীদের চাকরিচ্যুত বা পদত্যাগে বাধ্য করে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায়ও তাদের পুনর্বহালের কথা বলা হয়। এ নিয়ে ব্যাংকারদের পক্ষে হাইকোর্টও রুল জারি করেছেন। তবে বাংলাদেশ ব্যাংক ও হাইকোর্টের নির্দেশনার প্রায় ৩ বছর হলেও একজন ব্যাংকারকেও চাকরিতে পুনর্বহাল করা হয়নি। এসময় তারা বৈষম্যবিরোধী আচরণ দূর করে দ্রুত চাকরিতে পুনর্বহালের দাবি জানান। মানববন্ধন শেষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে চিঠিও দিয়েছেন তারা।
আরও পড়ুন
বাংলাদেশ বেতারে বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধনবাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, করোনাকালীন ২০২০ সালের পহেলা জানুয়ারি থেকে ২০২১ সালের ৯ আগস্ট পর্যন্ত বেসরকারি ছয় ব্যাংকের তিন হাজার ৩১৩ কর্মকর্তা-কর্মচারী চাকরি ছেড়েছেন নানা কারণে। এর মধ্যে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন তিন হাজার ৭০ জন। আর ১২ কর্মকর্তাকে ছাঁটাই, ২০১ কর্মকর্তাকে অপসারণ এবং ৩০ কর্মকর্তাকে বরখাস্ত করে ব্যাংকগুলো।
Advertisement
২০২১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্বহালের আদেশ জারি করে। নির্দেশনার পর অনেক ব্যাংকাররা আবেদন করলেও ব্যাংকগুলো চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
ইএআর/এসআইটি/এমএস