ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদের পর এবার আইন অনুষদের ডিন ও আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রহমতুল্লাহর পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
Advertisement
সোমবার (১৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের কাজী মোতাহার হোসেন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন১৬ বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতিপদত্যাগের আলটিমেটামের মুখে ‘গণপদোন্নতি’ দিচ্ছেন ভিসি-প্রোভিসিদ্বিতীয় মেয়াদে নিয়োগের দেড় মাসের মাথায় বুয়েট উপাচার্যের পদত্যাগএ সময় শিক্ষার্থীরা ‘দালালের ঠিকানা—এই ক্যাম্পাসে হবে না’, ‘দফা এক দাবি এক—দালালের পদত্যাগ’, ‘রহমতুল্লাহর ঠিকানা—এই ক্যাম্পাসে হবে না’— ইত্যাদি স্লোগান দেন।
শিক্ষার্থীরা বলেন, আইন অনুষদের ডিন স্বৈরাচার শেখ হাসিনার অন্যতম সহযোগী। শেখ হাসিনার মতোই তিনিও ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থীদের সঙ্গে স্বৈরাচারী আচরণ করেন। আমরা গণহত্যার দোষর এমন দালাল শিক্ষক চাই না। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ না করলে আমাদের আন্দোলন চলতে থাকবে।
Advertisement
এমএইচএ/এমআরএম/জেআইএম