অর্থনীতি

পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি ও তার সহযোগীদের পদত্যাগ দাবি

পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ মোহাম্মদ জামিনুর রহমান ও তার সহযোগীদের পদত্যাগ দাবি করেছেন ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা।

Advertisement

রোববার (১৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এমডির নিয়োগ বাণিজ্য, দুর্নীতি, হামলা ও লুটপাটের অভিযোগে পদত্যাগ দাবি তোলেন তারা।

সংবাদ সম্মেলনে ব্যাংকটির কর্মকর্তারা বলেন, এমডি জামিনুর রহমান চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার পরই রাজনৈতিক মদদপুষ্ট হয়ে ব্যাংকে আধিপত্য বিস্তার, নিয়োগ বাণিজ্য, দুর্নীতিসহ নানা অপকর্মের সঙ্গে জড়িয়ে পড়েন। রাজনৈতিক প্রভাবের ফলে তার বিরুদ্ধে কথা বলার মতো কেউ ছিল না। আমরা চাই স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালককে শাস্তির আওতায় নিয়ে আসা হোক।

আরও পড়ুনজাবির প্রোভিসি-ট্রেজারারের কক্ষে তালা, আজকের মধ্যেই পদত্যাগ দাবিসাহিত্য-সংস্কৃতি অঙ্গনের দুর্নীতিগ্রস্ত প্রধানদের পদত্যাগ দাবিচাঁবিপ্রবি উপাচার্যের পদত্যাগ দাবিতে ৫ ঘণ্টা মহাসড়ক অবরোধ

তারা অভিযোগ করে বলেন, এমডি জামিনুর রহমানের নানা অপকর্মের সহযোগী হলেন ব্যাংকটির সিস্টেম অ্যানালিস্ট আল্লামা মো. ইয়াহইয়া তানহার ও সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মো. শাহেদ আলমগীর।

Advertisement

লিখিত বক্তব্যে ব্যাংকটির সিনিয়র প্রিন্সিপাল অফিসার আতিকুল ইসলাম বলেন, নিয়মনীতির তোয়াক্কা না করেই অপ্রয়োজনীয় কাজ করতেন এমডি। এ সময় তিনি এমডি জামিনুর রহমানের হয়রানিমূলক বদলি, অর্থের বিনিময়ে পদোন্নতি, টাকার বিনিময়ে অসাধু কর্মকর্তাদের শাস্তি মওকুফসহ নানা অনিয়মের চিত্র তুলে ধরেন।

তিনি বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ ফিরে না আসা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে বলে জানান ব্যাংকটির এ কর্মকর্তা।

ইএআর/এমআরএম/জেআইএম

Advertisement