দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে নেওয়া হয়নি জেসন হোল্ডার ও আন্দ্রে রাসেলকে। এই সময় রাসেলকে বিশ্রাম নিতে বলেছেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের ডিরেক্টর মাইলস বাসকম্বে। অথচ ৩৯ বছর বয়সী এই তারকা জুনে বিশ্বকাপ দলের হয়ে খেলেছিলেন এবং সম্প্রতি ইংল্যান্ডের দ্য হানড্রেড টুর্নামেন্টে লন্ডন স্পিরিটের হয়ে খেলেছেন।
Advertisement
হোল্ডারকেও বিশ্বামে থাকতে বলেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বিজ্ঞান ও মেডিক্যাল দল। একই সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ মিস করা আলজারি জোসেফ টি-টোয়েন্টি সিরিজেও থাকবেন না। গেল জুনে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সহ অধিনায়ক ছিলেন তিনি। ওয়ার্কলোড ব্যবস্থাপনার জন্যই তাকে টেস্ট খেলাননি কোচ আন্দ্রে কোলি।
চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় টি-টোয়েন্টি সিরিজ মিস করবেন ওপেনার ব্রান্ডন কিং। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সুপার এইটের ম্যাচে ইনজুরির শিকার হয়েছিলেন তিনি। এরপর থেকে আর মাঠে ফেরা হয়নি কিংয়ের। তার জায়গার জনসন চার্লসের সঙ্গে ওপেন করবেন শাই হোপ।
বিশ্বকাপে জায়গা না পাওয়া শিমরন হেটমায়ার খেলবেন দক্ষিণ আফ্রিকা সিরিজে। সর্বশেষ ২০২৩ সালের ডিসেম্বরে জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি।
Advertisement
দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডরোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ (সহ-অধিনায়ক), অ্যালিক অ্যাথানাজে, ফ্যাবিয়ান অ্যালেন, জনসন চার্লস, ম্যাথিউ ফোর্ড, শিমরন হেটমায়ার, শাই হোপ, আকিল হোসেইন, শামার জোসেফ, ওবেদ ম্যাকয়, গুদাকেশ মতি, নিকোলাস পুরান, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড।
এমএইচ/জেআইএম