জাতীয়

পাসপোর্ট অফিসে দালাল ধরে সেনাবাহিনীকে দিলো শিক্ষার্থীরা

আগারগাঁও পাসপোর্ট অফিসে দুর্নীতি নিরসনে কাজ করছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিয়মিত অভিযানের অংশ হিসেবে একজন দালালকে আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে শিক্ষার্থীরা।

Advertisement

রোববার (১৮ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিটে তাকে হাতেনাতে আটক করে শিক্ষার্থীরা। আটক ব্যক্তির নাম মনসুর আহম্মেদ। তিনি ভোলার পদ্দামোনসা এলাকার বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন থেকে ঢাকায় থাকেন বলে জানা যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাদের কর্মসূচির অংশ হিসাবে রোববার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে পাসপোর্ট অফিসে যান। সেখানে শিক্ষার্থীদের দেখে তাদের কাছে অভিযোগ করেন এক ভুক্তভোগী। পরে অভিযোগের ভিত্তিতে ওই দালালকে আটক করেন শিক্ষার্থীরা।

আরও পড়ুনপাসপোর্ট অফিসে ‘রিজেক্ট’ দালাল পাঠালেই ‘সিলেক্ট’গাইবান্ধায় পাসপোর্ট অফিসে দালাল চক্রের তিন সদস্য আটককেরানীগঞ্জ পাসপোর্ট অফিসে ১৪ দালালকে কারাদণ্ড

আটক ব্যক্তির স্বীকারোক্তি থেকে জানা যায়, পাসপোর্ট অফিসের নিরাপত্তাকর্মী কাইয়ুম, রানা (ড্রাইভার), মিন্টু (ড্রাইভার), আশরাফুল, জসীম, জাহাঙ্গীরসহ প্রায় ২০০ থেকে ৩০০ জনের একটি চক্র দুর্নীতির সঙ্গে জড়িত। এছাড়াও পাসপোর্ট অফিস সংলগ্ন স্টেশনারি এবং ফটোকপির অধিকাংশ দোকান এই চক্রের সঙ্গে জড়িত।

Advertisement

তবে চক্রের অন্য দালালদের ধরার উদ্দেশ্য আবারও পাসপোর্ট অফিস গেলে কাউকেই পাওয়া যায়নি। নিরাপত্তাকর্মী কাইয়ুমের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি। দোকানগুলোতে গেলে শিক্ষার্থীদের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ দোকানদার দোকান ছেড়ে চলে যায় এবং একে অপরকে চেনে না বলেও দাবি করে।

তাসনিম আহমেদ তানিম/এমআরএম/জেআইএম