সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। পাশাপাশি তার স্ত্রী, সন্তানসহ তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত করা হয়েছে।
Advertisement
রোববার (১৮ আগস্ট) আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনারের হিসাব জব্দ করে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।
আরও পড়ুন আমি আটক হইনি, দেশেই আছি: হারুন ডিবি থেকে হারুনকে বদলিবিএফআইইউর নির্দেশনায় বলা হয়েছে, সাবেক ডিবিপ্রধান হারুন ও তার পরিবারের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে চলমান সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না।
ইএআর/জেএইচ/জিকেএস
Advertisement