খেলাধুলা

বিদ্যুৎ সমস্যায় খেলা দেখতে পারেননা মুস্তাফিজের বাবা-মা

অভিষেকের পর থেকেই বিস্ময়ের জন্ম দিয়ে এসেছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। বিশ্বের বাঘা বাঘা ব্যাটসম্যানদের নাকানিচুবানি খাইয়ে ছাড়ছেন এই কাটার মাস্টার। যার ফলাফল হাতেনাতে পান তিনি।এবারের আইপিএলের আসরে প্রথমবারের মত খেলার সুযোগ পান সাতক্ষীরার ছেলে মুস্তাফিজ। আইপিএলেও প্রতিটি ম্যাচে যেন নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত রয়েছেন কাটার এবং স্লোয়ারে দক্ষ এই পেসার। কিন্তু দেশে বসে সেগুলো খুব কমই দেখতে পাচ্ছেন তার পরিবারের সদস্যরা। বিদ্যুৎ সমস্যার কারণে বেশির ভাগ ম্যাচই দেখতে পারেনি মুস্তাফিজের পরিবার। সামনেও মুস্তাফিজের যে কয়টা ম্যাচ রয়েছে সেগুলোও তারা দেখতে পারবে কিনা সেটাও জানেনা।জাগোনিউজ২৪.কমের সাথে কথা বলার সময় মুস্তাফিজের বাবা আবুল কাসেম গাজী জানান, বিদ্যুৎ না থাকার কারণে মুস্তাফিজের তিনটি খেলা দেখতেই পারেনি তারা। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে মুস্তাফিজের বাড়ি। প্রত্যন্ত গ্রামে তাদের বাড়ি হওয়াতে জেনারেটরেরও ব্যবস্থা করতে পারছেনা মুস্তাফিজের পরিবার। আইপিএলে বেশিরভাগ ম্যাচই হয় রাতের বেলাতে। বাংলাদেশের শরাঞ্চলেও বিদ্যুৎ সমস্যা প্রকট আকার ধারণ করেছে। গ্রামে সেটা আরো চরমে। সন্ধ্যা নামলেই গ্রামে বিদ্যুতের দেখা মেলা ভার। নিজের সন্তানের খেলা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন মুস্তাফিজের বাবা-মা। এর আগে সরকারের পক্ষ থেকে গতবছর মুস্তাফিজ এবং সৌম্য সরকারের গ্রামের বাড়িতে বিদ্যুৎ দেয়া হয়। কিন্তু গ্রামাঞ্চলের বিদ্যুৎ সমস্যার কারণে মুস্তাফিজের খেলা দেখতে পারছেনা তার পরিবার। আরআর/এবিএস

Advertisement