ক্যাম্পাস

দ্বিতীয় মেয়াদে নিয়োগের দেড় মাসের মাথায় বুয়েট উপাচার্যের পদত্যাগ

দ্বিতীয় মেয়াদে নিয়োগ পাওয়ার মাত্র দেড় মাসের মাথায় পদত্যাগ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার।

Advertisement

রোববার (১৮ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে এ পদত্যাগপত্র পাঠান তিনি। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণ দেখিয়েছেন।

জানা যায়, ২০২০ সালের ২৫ জুন প্রথম মেয়াদে বুয়েটের ১৪তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়ে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার।

২০২৪ সালের ২৬ জুন ছিল তার প্রথম মেয়াদের শেষ কর্মদিবস। এরপর গত ৩ জুলাই তাকে দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

Advertisement

আরও পড়ুন ফের বুয়েটের উপাচার্য হলেন সত্য প্রসাদ মজুমদার

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক এমদাদুল হক চৌধুরী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এফ এম আবদুল মঈন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবু তাহেরসহ অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন।

এএএইচ/ইএ/জিকেএস