শিক্ষার্থীদের ওপর বর্বর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য ও উপ-উপাচার্যের (শিক্ষা) পদত্যাগ দাবি করে আসছেন শিক্ষার্থীরা। তারপরও উপ-উপাচার্য (প্রশাসন) মঞ্জুরুল ইসলাম ও কোষাধ্যক্ষ রাশেদা আখতার স্বেচ্ছায় পদত্যাগ না করায় তাদের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন তারা। এসময় নেমপ্লেটও খুলে নেন শিক্ষার্থীরা।
Advertisement
রোববার (১৮ আগস্ট) দুপুর ১২টায় কক্ষগুলোতে তালা দেওয়া হয়। এসময় দুজনকেই আজকের মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেন শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক আব্দুর রশীদ জিতু বলেন, ‘যখন আমরা ন্যায্য দাবির জন্য আন্দোলন করছিলাম, তখন ছাত্রলীগ, বহিরাগত সন্ত্রাসীসহ পুলিশ বাহিনীকে দিয়ে আমাদের ওপর নির্মমভাবে হামলা করা হয়। এ হামলায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, বেশ কয়েকজন শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মকর্তা সরাসরি জড়িত ছিলেন। এজন্য তাদের প্রত্যেককেই আমরা সময় বেঁধে দিয়েছিলাম যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা পদত্যাগ করেন। তবে উপাচার্যসহ কয়েকজন পদত্যাগ করলেও উপ-উপাচার্য (প্রশাসন) ও কোষাধ্যক্ষ এখনো পদত্যাগ করেননি। তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা সাধারণ শিক্ষার্থীরা তাদের অফিসে তালা ঝুলিয়ে দিয়েছি। এসময় তাদের নেমপ্লেটও খুলে ফেলা হয়। সাধারণ শিক্ষার্থীরা তাদের আর চান না।’
এ বিষয়ে জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও উপ-উপাচার্য (প্রশাসন) মঞ্জুরুল ইসলাম ও কোষাধ্যক্ষ রাশেদা আখতারের বক্তব্য পাওয়া যায়নি।
Advertisement
এসআর/জেআইএম