খেলাধুলা

তাজিকিস্তানকে ৯ গোলের লজ্জা দিল বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টকে অনেকটা নিজেদের ঘরের টুর্নামেন্ট বানিয়ে ফেলেছে বাংলাদেশের মেয়েরা। স্বপ্নযাত্রা অব্যাহত রয়েছে বাংলাদেশের মেয়েদের। টুর্নামেন্টের সেমিফাইনালে স্বাগতিক তাজিকিস্তানকে তাদের ঘরের মাঠেই ৯-১ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠে গেল গোলাম রাব্বানির দল। ম্যাচের প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে আরো ৪ গোল দেয় বাংলাদেশের মেয়েরা।  খেলার শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। ৫ মিনিটেই দলকে এগিয়ে দেন তহুরা। তার তিন মিনিট পরেই আনুচিং গোল করলে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এই গোলের রেশ কাটতে না কাটতে ১১ মিনিটেই আবার তহুরার গোল। তার ঠিক দু মিনিট পরেই আনুচিং গোল করলে মাত্র ১৩ মিনিটেই ৪-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ১৬ মিনিটে দলের পঞ্চম গোলটি করেন মনিকা চাকমা। প্রধমার্ধে ৫-০ গোলে এগিয়ে থেকে শেষ করে বাংলাদেশ।দ্বিতীয়ার্ধেও তাজিকদের মাঠেই ছড়ি ঘোরাতে থাকে বাংলাদেশের মেয়েরা। ৪৪ মিনিটে মনিকা চাকমা দলের হয়ে ষষ্ঠ গোলটি করেন। ৫৭ মিনিটে আরো এক গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মনিকা। গোল করায় পিছিয়ে ছিলেন না আরেক ফুটবলার আঁখিও। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ দিলে সেটি কেবল সান্ত্বনা হয়েই থাকে তাজিক মেয়েদের জন্য। ৬১ মিনিটে গোল করে দলকে ৮ গোলের বিশাল ব্যবধানে এগিয়ে দেন তিনি। বাকি ছিল তহুরা এবং আনুচিংয়ের হ্যাটট্রিক। আনুচিং না পারলেও তহুরা ঠিকই পেরেছেন। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে গোল করে বাংলাদেশকে এনে দেন ৯-১ গোলের বিশাল জয়। টানা দ্বিতীয়বার এএফসি অনূর্ধ্ব-১৪ টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশের মেয়েরা। আরআর/আরআইপি

Advertisement