সাহিত্য

সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের দুর্নীতিগ্রস্ত প্রধানদের পদত্যাগ দাবি

শিল্প-সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের প্রতিষ্ঠানগুলোর দুর্নীতিগ্রস্ত প্রধানদের পদত্যাগ দাবি করে বিবৃতি দিয়েছেন কবি-লেখক-শিল্পীরা। ১৮ আগস্ট কবি পলিয়ার ওয়াহিদের পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

Advertisement

বিবৃতিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানে স্বৈরশাসক শেখ হাসিনা পদত্যাগ করে দেশে ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। জুলাই গণহত্যা ও আগস্ট বিপ্লব-পরবর্তী নতুন বাংলাদেশে দলদাস-দালালমুক্ত সংস্কৃতিচর্চার পরিবেশ সৃষ্টি আমাদের অঙ্গীকার। এ জন্য প্রয়োজন রাষ্ট্র ও জনপ্রতিষ্ঠানগুলোর কাঠামোগত ও নীতিগত সংস্কার।

লেখক-শিল্পীরা বিবৃতির মাধ্যমে জানান, এরই পরিপ্রেক্ষিতে সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের প্রতিটি জনপ্রতিষ্ঠানে, বিশেষ করে চারুকলা ইনস্টিটিউট-ঢাবি, জাতীয় জাদুঘর, নজরুল ইনস্টিটিউট, বিটিভি, বাংলাদেশ বেতার, ইসলামিক ফাউন্ডেশনসহ অন্য সাহিত্য-সংস্কৃতিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যারা পতন হওয়া স্বৈরশাসকের অপশাসনকে সায় দিয়ে, তার গণহত্যাকে সমর্থন দিয়ে এবং সরকারের পক্ষে দালালি করে জনমানুষের ওপর জুলুম-নিপীড়ন-নির্যাতন ও দুর্ভোগকে প্রলম্বিত করেছেন। এই প্রতিষ্ঠানগুলোর সেসব প্রধানসহ অভিযুক্ত সবাইকে অপসারণের দাবি জানাচ্ছি। একই সঙ্গে তাদের দুর্নীতি তদন্ত করে বিচার করা হোক। এসব প্রতিষ্ঠানে নিয়োগপ্রক্রিয়ায় একটি জাতীয় প্রস্তাবক কমিটি তৈরি করা হোক। যাতে সঠিক ব্যক্তিকে সঠিক জায়গায় নিয়োগ দেওয়া যায়।

আরও পড়ুন

Advertisement

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় হওয়ার আহ্বান সাম্যবাদী কবি কাজী নজরুলের সমকালীন ভাবনা

বিবৃতিতে আরও বলা হয়, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, জাতীয় গ্রন্থকেন্দ্র, সোনারগাঁ লোকশিল্প জাদুঘরের প্রধানেরা ইতিমধ্যে পদত্যাগ করেছেন বলে জানা গেছে। এসব পদত্যাগের পর প্রতিষ্ঠানগুলোর শূন্য পদে দল-নিরপেক্ষ মেধাবী, যোগ্য তরুণ ও সৎ ব্যক্তিদের নিয়োগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে স্বাক্ষরকারী কবি-লেখক-শিল্পীরা হলেন—কাজল শাহনেওয়াজ, আহমেদ স্বপন মাহমুদ, মজনু শাহ, পলিয়ার ওয়াহিদ, এনামূল হক পলাশ, নকিব মুকশি, জহির হাসান, শওকত হোসেন, এহসান হাবীব, ফেরদৌস মাহমুদ, মুসা আল হাফিজ, আশরাফ জুয়েল, জুননু রাইন, সালাহ উদ্দীন শুভ্র, শতাব্দী জাহিদ, এহসান মাহমুদ, কাজী নাসির মামুন, সাইয়েদ জামিল, সালেহীন শিপ্রা, রুহুল মাহফুজ জয়, ওয়াহিদ রোকন, মালেকুল হক, জব্বার আল নাঈম, হাসান রোবায়েত, মহসিন আহমেদ, মুহাম্মদ নিজাম, রকিব লিখন, বায়েজিদ বোস্তামী, জোবায়ের মিলন, জয় জাহাজী, হাসান জামিল, হুমায়ূন শফিক, আহমেদ ইসহাক, আবির আবরাজ, মাসুম মুনওয়ার, শব্দনীল, শামশাম তাজিল, সানাউল্লাহ সাগর, তুহিন খান, শাদমান শাহিদ, সাজ্জাদ সাঈফ, মনজুরুল ইসলাম মেঘ, মাহমুদুর রহমান, রিদওয়ান নোমানী, রোমেনা আফরোজ, ম্রিতোষ তত্রাচ, ফরিদুল ইসলাম নির্জন, সাম্য শাহ, চঞ্চল বাশার, ইমেল নাঈম, রাজিয়া সুলতানা ঈশিতা, পিন্টু রহমান, রাতুল মুহাম্মদ, সানোয়ার রাসেল, সাঈদ ইসলাম, শৈবাল আদিত্য, আফসানা জাকিয়া, কাজী যুবাইর মাহমুদ, আবুল কালাম আল আজাদ, বিপ্রতীপ মোস্তাক, মাহদী আনাম, মামুন আজাদ ও রায়হান আহমেদ তামীম।

এসইউ/এমএস

Advertisement