ত্বকের বিভিন্ন সমস্যায় অনেকেই না বুঝে বাজারচলতি প্রসাধনী ব্যবহার করেন। এতে ত্বকের ভালোর চেয়ে খারাপই হয় বেশি। এক্ষেত্রে চাইলে ত্বকের নানাবিধ সমস্যার সমাধানে ব্যবহার করতে পারেন মুলতানি মাটি।
Advertisement
ফুলার আর্থ যা মুলতানি মাটি নামে পরিচিত। এই মাটির অসংখ্য থেরাপিউটিক বৈশিষ্ট্য আছে। এটি আয়ুর্বেদিক সৌন্দর্য চিকিৎসাতেও ব্যবহৃত হয়। ত্বকের বিভিন্ন সমস্যার ওয়ান-স্টপ প্রতিকার হতে পারে এই মাটি।
তৈলাক্ত ত্বকের যত্নে দুর্দান্ত কাজ করে মুলতানি মাটির মাস্ক। মুলতানি মাটির ফেসপ্যাক দিয়ে মুখ থেকে মৃত ত্বকের কোষ, অতিরিক্ত ময়লা ও অতিরিক্ত তৈলাক্তভাব দূর করা যায়। এমনকি নিয়মিত এটি ব্যবহারে মুখের দাগ দূর হয় ও উজ্জ্বলতা বাড়ে।
কীভাবে ব্যবহার করবেন মুলতানি মাটি?
Advertisement
মধু তৈলাক্ত ত্বকের জন্য উপকারী, কারণ এতে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য আছে। এটি ত্বককে উজ্জ্বল করে তোলে।
এছাড়া অ্যাকজিমা, ত্বকের জ্বালাভাব ও ব্রণসহ বিভিন্ন সমস্যার সমাধান করে। মুলতানি মাটি ও মধুর গুণাগুণ ত্বকের তৈলাক্তভাব কাটানোর পাশাপাশি বিভিন্ন প্রদাহও কমায়। সপ্তাহে অন্তত দুবার ফেসপ্যাকটি ব্যবহার করুন।
এটি তৈরি করতে একটি পরিষ্কার বাটিতে মুলতানি মাটি ও সামান্য মধু ভালো করে মিশিয়ে নিন। এরপর একটি পরিষ্কার ব্রাশ ব্যবহার করে ফেসপ্যাকটি মুখে ও ঘাড়ে সমানভাবে লাগান। ১৫-২০ মিনিট অপেক্ষা করে মুখ ধুয়ে ফেলুন হালকা গরম পানি দিয়ে।
আরও পড়ুন
Advertisement
গোলাপজল ত্বকের পিএইচ এর ভারসাম্য বজায় রাখতে ও অতিরিক্ত তেল থেকে মুক্তি পেতে সাহায্য করে। এছাড়া এটি বলিরেখা, ফাইন লাইন ও ব্ল্যাকহেডস দূর করতেও সাহায্য করে।
এমনকি ত্বকের উজ্জ্বলতা, লালচেভাব ও ব্রণ কমায়। মুলতানি মাটি ও গোলাপজলের ফেসপ্যাকটি প্রতি সপ্তাহে একবার বা দুবার ব্যবহার করলে ফল মিলবে হাতেনাতে।
এই ফেসপ্যাক তৈরি করতে একটি পাত্রে মুলতানি মাটি, গোলাপ জল ও সামান্য পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। একটি পরিষ্কার ব্রাশ ব্যবহার করে ফেসপ্যাকটি মুখে ও ঘাড়ে সমানভাবে লাগান।
কিছুক্ষণ অপেক্ষা করুন। শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এরপর অয়েল ফ্রি ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
মুলতানি মাটি ও হলুদহলুদের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ ত্বকের ব্রণ কমাতে সাহায্য করে। এমনকি ব্রণের দাগগুলোও দূর করে।
মুলতানি মাটি ও হলুদের ফেসপ্যাক শুধু ত্বকের তৈলাক্তভাবই কমায় না বরং ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও ত্বক আরও মসৃণ করে তোলে। এই ফেসপ্যাক সপ্তাহে দু’বার ব্যবহার করুন।
এটি তৈরি করতে একটি পাত্রে হলুদ ও মুলতানি মাটি মিশিয়ে সামান্য পানি দিয়ে পেস্ট তৈরি করে নিন। মুখ ও ঘাড়ে ফেসপ্যাকটি ব্যবহার করে শুকিয়ে নিন। তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
সূত্র: হার জিন্দেগি
জেএমএস/এমএস