সাহিত্য

মাহমুদ নোমানের তিনটি কবিতা

ঘাড় পেলে ঝুলে যাবো

Advertisement

মদ পান করিনিতবুও নেশা নেশা লাগে,মোষের চোখের মতো চোখহলদে সবুজ দস্তানায় গড়গড়া দেয়পিঠে বালুকণা হাঁটেচামড়া টানে,ঝিনঝিন করেচিনচিন ব্যথায় নড়ে বুকের চর্বি;

সবদিকে বালুকণার চিকমিকিঅতলে হাতছানি তোমার...

****

Advertisement

নাইওরি

তোমরা চলে গেছোবৃষ্টি আসার আগেপ্রতিমারা ডুবে গেছেআলোর মাছের মতোনবাসনার পুকুরে, তোমার চলে গেছোকানকথায় হাসিতে খুশিতেতোমরা চলে গেছোমেঠোপথেকালো বোলতারমাতমলেবাসে,তোমরা চলে গেছোওই পাড়ায়আমার মাকে—বৃষ্টি আসার কথা বলে

****

কসম

Advertisement

শহর থেকে ফিরলে—হলদে গেঁজার ঝলমল দুপুরহাতের মুঠোয় রেখো...ঝলির ফুটোয় একচোখাবাদুড়ের মতো—লটকাবো,দুপুর গড়ালেই—জিন্দে অলির মাজার হয়ে যাবো...

এসইউ/এমএস