দেশজুড়ে

অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন

বাংলাদেশ অ্যানিমেল হাজবেন্ড্রি অ্যাসোসিয়েশনের (বাহা) আট সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন কমিটি গঠন হয়েছে।

Advertisement

শনিবার (১৭ আগস্ট) বেলা ১১টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের কনফারেন্স কক্ষে এক সাধারণ সভায় আগের কমিটি বাতিল করে নতুন অন্তর্বর্তীকালীন কমিটি করা হয়।

এই কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন বাকৃবির পশু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবুল হাশেম।

এছাড়া সদস্য হিসেবে আছেন- মো. রফিকুল ইসলাম খান (ডন), পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রুহুল আমিন, প্রাণিসম্পদ অধিদপ্তরের খামার শাখার উপ-পরিচালক মো. শরিফুল হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ড. মো. গোলাম আজম, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রাকিবুল হাসান, কাজী ফার্মস লিমিটেডের মো. সাইফুল ইসলাম, এভান্স এশিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়জুর রহমান (ফয়েজ)।

Advertisement

নতুন কমিটির আহ্বায়ক ও বাকৃবির পশু বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবুল হাশেম বলেন, আগের কমিটির সদস্যরা তৎকালীন স্বৈরাচারী ও গণহত্যাকারী সরকারকে সমর্থন করতো। তাই ওই কমিটির কোনো গ্রহণযোগ্যতাই বর্তমানে নেই। আমাদের নতুন কমিটি এনিমেল হাজবেন্ড্রিকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে সর্বদা সচেষ্ট থাকবে।

অন্তর্বর্তীকালীন কমিটি আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

আসিফ ইকবাল/জেডএইচ/জেআইএম

Advertisement