দেশজুড়ে

মাদারীপুরে ছাত্র আন্দোলনে নিহত রোমানের নামে সড়কের নামকরণ

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত রোমান বেপারীর নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) দুপুরে জেলার খাগদী বাসস্ট্যান্ড থেকে ভদ্রখোলা পর্যন্ত সড়কটি ‘শহীদ রোমান বেপারী সড়ক’ নাম দেন শিক্ষার্থীরা।

Advertisement

এর আগে সকালে নিহত রোমান বেপারীর বাড়িতে গিয়ে তার কবর জিয়ারত করেন ছাত্র-জনতা।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, ১৯ জুলাই আন্দোলনে গিয়ে গুলিতে মারা যান মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের সিরাজ বেপারীর ছেলে রোমান বেপারী (৩০)। তার স্মৃতিকে ধরে রাখতে খাগদী বাসস্ট্যান্ড থেকে ভদ্রখোলা পর্যন্ত সড়কটি ‘শহীদ রোমান বেপারী সড়ক’ নামকরণ করা হয়।

এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোখলেসুর রহমান, মস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী আবুল বাশার, বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা সমন্বয়ক আব্দুর রহমান, রোমান বেপারীর বাবা সিরাজ বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/জেআইএম