রাজনীতি

বাংলাদেশের প্রভু হওয়ার চেষ্টা করবেন না, ভারতকে হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দীন আহমেদ ভারতকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আপনারা মুক্তিযুদ্ধের সময় আমাদের অনেক সাহায্য করেছেন, সেজন্য আমরা অনেক কৃতজ্ঞ। কিন্তু আপনারা এ দেশে প্রভু হওয়ার কোনো চেষ্টা করবেন না। জনগণের বন্ধু হওয়ার চেষ্টা করেন। বিএনপি ক্ষমতায় এলে আপনাদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখবে।’

Advertisement

শনিবার (১৭ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত ছাত্র-জনতার ওপর পুলিশের গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনাকে দেশে ফেরত এনে বিচার ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হাফিজ উদ্দীন বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল ৮০ হাজার। এখন মুক্তিযোদ্ধা এসে দাঁড়িয়েছে আড়াই লাখ। এত মুক্তিযোদ্ধা এলো কীভাবে? এসব ভুয়া মুক্তিযোদ্ধা বানিয়েছে আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনার সরকারের আমলে অনেক মন্ত্রীরাও ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়েছেন। আমরা এখন আর কোনো ভুয়া মুক্তিযোদ্ধা দেখতে চাই না।

সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনার নামে যে ক্যান্টনমেন্ট করা হয়েছে দ্রুত সেটি বন্ধ করতে হবে। এ দেশকে আওয়ামী সরকার প্রতিবেশী দেশের গোলাম বানিয়ে ফেলেছে।’

Advertisement

পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এই ১৬ বছরে পুলিশ বাহিনী যে ভূমিকা রেখেছে তা পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট। পুলিশ বাহিনীর যেসব সদস্য মারা গেছেন এজন্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দায়ী।’

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আজ একজন বড়মাপের নেতার ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। এটার জন্য শেখ হাসিনা দায়ী।’

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা সমর্থন করি। আমরা এ বিপ্লবের একটি সঠিক পরিণতি চাই। আওয়ামী লীগের মতো কোনো কলঙ্ক যাতে তাদের স্পর্শ করতে না পারে।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, আমরা জিয়াউর রহমানের আদর্শ নিয়ে কাজ করবো। আমরা আওয়ামী লীগের মতো হতে চাই না।

Advertisement

কেএইচ/এমআইএইচএস/এমএস