শুরু হয়েছে ভাদ্র মাস। ঋতুবৈচিত্র্যে এসেছে শরৎকাল। এই সময়ে (মধ্য আগস্ট-মধ্য সেপ্টেম্বর) আগাম রবি সবজি চাষ করা যায়। পাশাপাশি ফলগাছও লাগাতে পারেন। আসুন জেনে নিই ভাদ্র মাসে করণীয় সম্পর্কে—
Advertisement
১. ভাদ্র মাসে লাউ ও শিমের বীজ বপন করা যায়।২. ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটোর বীজ বুনতে পারেন।৩. ওলকপি ও মিষ্টি কুমড়ার জমি তৈরি, চারা রোপণ এবং সার প্রয়োগ করতে হবে।
আরও পড়ুনবাগেরহাটে বছরে সবজি উৎপাদন হাজার কোটি টাকারকলা চাষে লাভের মুখ দেখছেন আব্দুস সোবহান৪. মধ্যম ও নাবি রবি সবজির বীজতলা তৈরি এবং বীজ বপন করতে পারেন।৫. নাবি খরিফ-২ সবজি সংগ্রহ এবং বীজ সংরক্ষণ করা যায়।৬. আগে লাগানো ফলের চারার পরিচর্যা করতে হবে। ৭. ফলের উন্নত চারা বা কলম লাগানো যেতে পারে।৮. গাছে খুঁটি দেওয়া, বেড়া দিয়ে চারাগাছ সংরক্ষণ করতে পারেন।৯. ফল সংগ্রহের পর গাছের অঙ্গ ছাটাই করতে হবে।
এসইউ/এএসএম
Advertisement