বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ২ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৬ আগস্ট) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
Advertisement
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার রেজুপাড়া সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করছে। এরই প্রেক্ষিতে ব্যাটালিয়ন অধিনায়ক আব্দুল্লাহ আল মাশরুকীর নেতৃত্বে রেজুপাড়া বিওপির একটি বিশেষ আভিযানিক দল ফুটের ঝিরি এলাকায় দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে অবস্থান নেন। আনুমানিক রাত ১টার দিকে ওই এলাকা দিয়ে কতিপয় ব্যক্তিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে উক্ত ব্যক্তিরা একটি ব্যাগ ফেলে রাতের অন্ধকারের সুযোগে পাহাড়ের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল ব্যাগটি উদ্ধার করে তার ভেতর থেকে ২ কেজি ক্রিস্টাল মেথ আইস যার বাজার মূল্যে ২১ কোটি টাকা ও ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
পরে বিজিবির আভিযানিক দল ওই এলাকায় গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করলেও মাদক কারবারে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদেরকে শনাক্ত করার জন্য বিজিবির গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Advertisement
নয়ন চক্রবর্তী/এফএ/এএসএম