বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু ও আদমদীঘি উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজুসহ ১৪১ জনের বিরুদ্ধে অফিসে অগ্নিসংযোগ ভাঙচুর ও চুরির মামলা দায়ের করা হয়েছে।
Advertisement
জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ছামছুল আলম বাদী হয়ে বগুড়া সদর থানায় শুক্রবার রাতে মামলাটি দায়ের করেন।
মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- আব্দুল মান্নান আখন্দ ওরফে ফেম মান্নান, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাপস কুমার নিয়োগী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহীন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আসিফ ইকবাল সনি, সোনাতলা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদুজ্জামান লিটন, বগুড়া নারী ও শিশু আদালতের পিপি অ্যাডভোকেট নরেশ মুখাজ্জী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন নবাব, কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান সুরুজ, ছাত্রলীগ নেতা আব্দুর রউফ, আসলাম আলী, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মাসুদার রহমান মিলন, শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু প্রমুখ।
মামলার এজাহারে বলা হয়, আসামিরা ৩ আগস্ট শহরের গালাপট্টি এলাকায় শ্রমিকদল কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগ করা ছাড়াও চেয়ার টেবিলসসহ মালামাল চুরি করে।
Advertisement
বগুড়া সদর থানার ওসি (তদন্ত) শাহীনুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এমআরএম