দেশজুড়ে

টেকনাফে বৈদ্যুতিক শক দিয়ে বন্যহাতি হত্যার অভিযোগ

কক্সবাজারের টেকনাফে খাবারের সন্ধানে লোকালয়ে আসা বন্যহাতিকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ আগস্ট) ভোরের দিকে টেকনাফের বাহারছড়া শীলখালী রেঞ্জের কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মো. ইলিয়াস হোসেন।

Advertisement

তিনি জানান, টেকনাফ উপজেলা শীলখালী রেঞ্জ এলাকায় পাহাড় থেকে প্রায় সময় বন্যহাতি খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। শুক্রবার ভোরে কোনাপাড়ায় একটি বন্যহাতি স্থানীয় মোহাম্মদ হোসেনের বাড়ির দিকে নেমে আসলে ক্ষয়ক্ষতি হতে বাঁচতে হাতিকে তারা বৈদ্যুতিক শক লাগিয়ে তাড়াতে চায়। কিন্তু এতে হাতিটি ওখানেই মারা যায়।

শীলখালী রেঞ্জ কর্মকর্তা শাফিউল আলম জানান, বৈদ্যুতিক শকে নোয়াখালী কোনাপড়ার জনৈক হোসেনের বাড়ির উঠানে এক পুরুষ বন্যহাতির মৃত্যু হয়েছে। হাতিটির আনুমানিক বয়স ২৫ বছর। নিহত হাতির ময়নাতদন্ত শেষে সেটি মাটি চাপা দেওয়া হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সারোয়ার আলম বলেন, কক্সবাজার দক্ষিণ ও উত্তর বনবিভাগের অধিকাংশ বনের আশপাশের অবৈধভাবে লোকালয় গড়ে উঠেছে। জলবায়ু উদবাস্তুসহ ভূমিহীন মানুষগুলো এসব এলাকায় মাথা গুঁজার ঠাই বানালে সরকার তাদের তাড়িয়ে দেয়নি। কিন্তু এসব এলাকায় দীর্ঘকাল ধরে হাতির খাবার ও অবাধ বিচরণ ছিল। লোকালয় গড়ে ওঠার পর মানুষ-হাতির দ্বন্দ্ব প্রখর হয়ে দেখা দিয়েছে। মারা পড়ছে অনেক হাতি। এ মৃত্যু রোদে হাতির দ্বারা মৃত্যু ও সম্পদের ক্ষতি হলে বনবিভাগের পক্ষ হতে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। এরপরও এভাবে বৈদ্যুতিক শকে হাতি হত্যা মেনে নেওয়া যায় না। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

Advertisement

সায়ীদ আলমগীর/আরএইচ/এএসএম