সাহিত্য

অলোক আচার্যের কবিতা: হাত বাড়ালেই অন্ধকার

নিষিদ্ধ গলির দরজাগুলোআজ সবার জন্য উন্মুক্ত করা হয়েছে,দেওয়ালে ঝুলছে সাইনবোর্ড।

Advertisement

নিয়ন বাতির আলোয়ডুবে থাকা শহরের বুক চিরেযে দীর্ঘশ্বাসের শব্দ হয়,হাত বাড়িয়ে দেখি; সে দীর্ঘশ্বাস নয়অভিশাপ। নিষিদ্ধ গলি দিয়ে হেঁটে গেলেযে পবিত্র অন্ধকারের শুরু হয়,তার দায় এড়িয়ে যায় কাপুরুষ সব—

অভিশাপের বোঝা বেড়ে চলে প্রতিদিনআলোয় ভরা শহরের বুকে।

এসইউ/জিকেএস

Advertisement