আওয়ামী লীগ সরকার তাদের দলের নিবন্ধন দেয়নি বলে দাবি করেছে বাংলাদেশ কংগ্রেস। দলটির দাবি, আপিল বিভাগের রায় অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশন ২০১৯ সালের ৯ মে প্রজ্ঞাপন জারি করে ৪৪ নম্বর সিরিয়ালে ডাব প্রতীক দিয়ে বাংলাদেশ কংগ্রেসকে নিবন্ধন দেয়।
Advertisement
বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন ও মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম এ দাবি করেন।
আওয়ামী লীগ সরকার তাদের দলের নিবন্ধন দিয়েছিল, এমন দাবি ওঠার পরিপ্রেক্ষিতে তারা বলেন, ‘বাংলাদেশ কংগ্রেসের নিবন্ধন সরকার দেয়নি। নিবন্ধন আইন অনুসারে সব শর্ত পূরণ করলেও আওয়ামী সরকারের চাপে নির্বাচন কমিশন বাংলাদেশ কংগ্রেসের নিবন্ধন দেয়নি।’
নির্বাচন কমিশনের নামঞ্জুর আদেশ চ্যালেঞ্জ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করে বাংলাদেশ কংগ্রেস। পরে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত একটি দ্বৈত বেঞ্চ দলটিকে কেনো নিবন্ধন দেওয়া হবে না মর্মে নির্বাচন নির্বাচন কমিশনের প্রতি রুল জারি করেন।
Advertisement
হাইকোর্টের উক্ত বেঞ্চ পরবর্তীসময়ে রুল অ্যাবসোলিউট করে বাংলাদেশ কংগ্রেসকে ৬০ দিনের মধ্যে নিবন্ধন দেওয়ার নির্দেশ দেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নির্বাচন কমিশনের আপিল খারিজ করে দেন।
পরে আপিল বিভাগের রায় অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশন ২০১৯ সালের ৯ মে প্রজ্ঞাপন জারি করে ৪৪ নম্বর সিরিয়ালে ডাব প্রতীক দিয়ে বাংলাদেশ কংগ্রেসকে নিবন্ধন দেয়।
এএসএ/জেআইএম
Advertisement