সাহিত্য

ওয়ালিদ জামানের কবিতা: তুই শূন্য

আমার হয়েও আমার না তুই,কল্পনাতে রোজ রাতে ছুঁই।দুঃখ বিলাস জমছে বুকে,তুই কি ভাবিস আছি সুখে?

Advertisement

সত্যি ভালোবেসেছিলিস,বুকের মাঝে রেখেছিলিস?আমার দারুণ অবহেলায়,নীরব ছিলি সেই অবেলায়!

থামার হয়েও থামার না তুই,বাসতে ভালো আর দিলি কই?মেঘে আকাশ যাচ্ছে ঢেকে,যাসনে ফেলে আমায় রেখে!

মিথ্যে সেদিন বলেছিলিস,আমায় ছুঁড়ে ফেলেছিলিস।শূন্য করার নিঠুর খেলা,যায় না ভোলা যায় না ভোলা!

Advertisement

এসইউ/জিকেএস