স্বাস্থ্য

ওসমানী মেডিকেল কলেজের তিন বিভাগীয় প্রধানকে অব্যাহতি

ওসমানী মেডিকেল কলেজের তিন বিভাগীয় প্রধানকে অব্যাহতি

শিক্ষার্থীদের দাবির মুখে সিলেট ওসমানী মেডিকেল কলেজের তিন বিভাগের প্রধানকে অব্যাহতি দিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৩ আগস্ট) মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্ত্তী স্বাক্ষরিত অফিস আদেশে অব্যাহতির তথ্য জানানো হয়েছে।

Advertisement

অব্যাহতি পাওয়া তিন বিভাগীয় প্রধান হলেন- সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আশীক আনোয়ার বাহার, গাইনি অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা. নাসরীন আখতার ও শিশু বিভাগের অধ্যাপক ডা. মুজিবুল হক।

শিক্ষার্থীদের অভিযোগ, এই তিন বিভাগের প্রধানরা শিক্ষার্থীদের পক্ষে অবস্থান না করে স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়েছেন। শিক্ষার্থীদের দমন-নিপীড়নে নানাভাবে সহযোগিতা করেছিলেন তারা। সেই সঙ্গে আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের তালিকা করার অভিযোগও রয়েছে এই তিন বিভাগীয় প্রধানের বিরুদ্ধে।

তিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে- সার্জারি বিভাগে সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ খালেদ মাহমুদ, গাইনি অ্যান্ড অবস্ বিভাগে অধ্যাপক ডা. জামিলা খাতুন ও শিশু বিভাগে সহকারী অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরীকে।

Advertisement

এএএম/এমএইচআর