জাতীয়

এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন লামিয়া মোরশেদ, বাদ আখতার

প্রধান উপদেষ্টার কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে নিয়োগ পেয়েছেন ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ।

Advertisement

তাকে নিয়োগ দিয়ে বুধবার (১৪ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্যদিকে, একই প্রজ্ঞাপনে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আখতার হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে।

লামিয়া মোরশেদকে নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে প্রধান উপদেষ্টার মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তাকে সরকারের সিনিয়র সচিব পদমর্যাদা ও অন্যান্য সুবিধাদিসহ প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আখতার হোসেনের চলমান চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।

Advertisement

অন্যদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের অভিপ্রায় অনুযায়ী মো. আবিদ চৌধুরী তার সহকারী একান্ত সচিব (এপিএস) এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অভিপ্রায় অনুযায়ী মো. মোয়াজ্জেম হোসেনকে তার এপিএস হিসেবে নিয়োগ করা হয়েছে।

আরএমএম/এমএএইচ/জেআইএম