আইন-আদালত

সালমান এফ রহমান-আনিসুল হককে ডিম ও জুতা নিক্ষেপ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

Advertisement

রিমান্ড শুনানির আগে বুধবার (১৪ আগস্ট) বিকেলে তাদের আদালতে তোলা হয়। এসময় তাদের লক্ষ্য করে একটি ডিম নিক্ষেপ করা হয়। এরপর রিমান্ড শুনানি শেষে তাদের হাজতখানায় নেওয়ার সময় ডিম ও জুতা নিক্ষেপ করা হয়।

আরও পড়ুন সালমান এফ রহমান ও আনিসুল হক ১০ দিনের রিমান্ডেসালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেফতার

এর আগে বিকেলে ডিবি কার্যালয় থেকে সালমান এফ রহমান এবং আনিসুল হককে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর দোকান কর্মচারী হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Advertisement

জেএ/এমকেআর/জেআইএম