ধর্ম

দাতার জীবনে জাকাতের প্রভাব

আল্লাহ তাআলা কুরআনের বহু স্থানে নামাজ এবং জাকাতের সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। যা পালন করা মানুষের জন্য ফরজ। নামাজ হলো শারীরিক ইবাদাত আর জাকাত হলো আর্থিক ইবাদাত। যার নিকট নির্দিষ্ট পরিমাণ অর্থ-সম্পদ থাকবে তাকে জাকাত আদায় করতে হবে। জাকাত আদায়ে দাতার জীবনে রয়েছে গুরুত্বপূর্ণ প্রভাব। যা মানুষকে জাকাত আদায় করতে উদ্বুদ্ধ করবে। সংক্ষেপে তার কিছু তুলে ধরা হলো-জাকাত প্রদানের প্রভাব->> জাকাত মানুষের লোভকে নিবারণ করে।>> জাকাত আদায়ে মানুষের মধ্যে দানের অভ্যাস গড়ে ওঠে।>> জাকাতের মাধ্যমে আল্লাহর দেয়া সম্পদের মতো নিয়ামাতের শোকর আদায় হয়।>> জাকাত মানুষকে কৃপনতার রোগ থেকে মুক্ত রাখে।>> ধনী-গরিবের মধ্যে ভালোবাসা ও আন্তরিকতাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে।>> মনের অংহকার দূর হয়।>> অসহায়-দারিদ্র্যসহ অন্যান্য মানুষের প্রতি করুণা ও অনুগ্রহের সৃষ্টি হয়।সুতরাং আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর ধনী ব্যক্তিদেরকে গরিব-অসহায় মানুষের মাঝে জাকাত আদায়ের মাধ্যমে সুসম্পর্ক ও আল্লাহর বিধান যথাযথ পালনের তাওফিক দান করুন। আমিন।এমএমএস/এবিএস

Advertisement