জাতীয়

ফেসবুকে প্রতারণা : বিদেশিসহ গ্রেফতার পাঁচ

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে একজন নাইজেরিয়ানসহ ফেসবুকে প্রতারণাকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।শুক্রবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন; ওযোমেনা নন্সো মারভিন ইকে ইক (Ozomena Nonso Marvin  Ikay Ik), সোনিয়া শারমীন, মোছা. নুসরাত জাহান, মোছা. জাহনা বেগম লাভলী ও মো. ঈদ্রিস আলী।এক বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, সম্প্রতি কিছু আফ্রিকান নাগরিক গার্মেন্টস ব্যবসার কথা বলে বাংলাদেশে অনুপ্রবেশ করে। তারা নিজেদেরকে ব্রিটিশ ও আমেরিকান পরিচয় দিয়ে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন লোকের সাথে বন্ধুত্ব গড়ে তুলে। পরিচয়ের সূত্রধরে গিফট পাঠানোর নাম করে মেয়েদের ঠিকানা সংগ্রহ করে এবং পরবর্তীতে পার্সেল এসেছে খালাস করতে কিছু টাকা লাগবে বলে অনুরোধ জানায়।টাকা নিয়ে তারা জানায়, এয়ারপোর্টে স্ক্যানিং মেশিনে কিছু গোল্ড ও পাউন্ড থাকার কারণে ধরা পড়েছে। যেহেতু পার্সেলের গায়ে প্রাপক ও প্রেরকের নাম লেখা আছে সেহেতু দুজনের বিরুদ্ধে মামলা হতে পারে। মামলার ভয় দেখিয়ে আরো টাকা আদায় করে। এছাড়াও মেয়েদের সাথে বন্ধুত্ব গড়ে তুলে এবং নগ্ন ছবির সাহায্যে প্রতারণা করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়।এ ঘটনায় রাজধানীর বনানী থানায় নিয়মিত ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।এআর/এসকেডি/এবিএস

Advertisement