জাতীয়

গণতান্ত্রিক ধারা ফেরাতে সরকারকে সর্বাত্মক সহায়তা করবে যুক্তরাজ্য

বাংলাদেশে শান্তি, শৃঙ্খলা, জবাবদিহি ও গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহায়তা করবে যুক্তরাজ্য।

Advertisement

বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানান।

আরও পড়ুন বাংলাদেশে গণতন্ত্র রক্ষায় দ্রুত পদক্ষেপ চায় যুক্তরাজ্যঅন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চান কূটনীতিকরাবিভিন্ন রাষ্ট্র-সংস্থার গভীর পর্যবেক্ষণে বাংলাদেশ

সারাহ কুক বলেন, আমরা সাম্প্রতিক সহিংসতায় নিহতদের গভীরভাবে স্মরণ করছি। আমরা ছাত্রদের এবং অন্যদের সাহসিকতার প্রশংসা করি, যারা শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে বাংলাদেশের জন্য একটি ভিন্ন ভবিষ্যতের আহ্বান জানিয়েছিল।

Advertisement

এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানও সৌজন্য সাক্ষাৎ করেন।

আইএইচআর/এমকেআর/জেআইএম