বেতার ও টেলিভিশনে কাজের ক্ষেত্রে অন্যতম প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে শুদ্ধ উচ্চারণ। কেননা এসব গণমাধ্যমে নিয়োগ পরীক্ষার প্রথম ধাপেই থাকে শুদ্ধ উচ্চারণের পারদর্শিতা। কাজেই এখানে নিজেকে প্রমাণ করতে না পারলে এ মাধ্যমে কাজ করার স্বপ্ন প্রথমেই বিনাশ হয়ে যায়। আর এ জন্যই বিভিন্ন সংগঠন শুদ্ধ উচ্চারণ শেখানোর আয়োজন করে থাকে। এদের রয়েছে উচ্চারণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। যারা শুদ্ধ উচ্চারণ শিখতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন।বিএমটিআইকোর্সের নাম: প্রমিত বাংলা উচ্চারণ কোর্স কোর্সের মেয়াদ: দেড় মাসঅাসন সংখ্যা: ১৫ জনক্লাস সংখ্যা: ১০টিকোর্স ফি: ১,৫০০ টাকা।ভর্তির শেষ তারিখ: ১৩ মে ২০১৬যা প্রয়োজন: ২ কপি পাসপোর্ট সাইজ ছবি ও সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার ফটোকপি যোগাযোগ: বিএমটিআই, ৩৭৩ দিলু রোড, মগবাজার, ঢাকা-১২১৭। ফোন: ০২৯৩৪৯৩৭৩, ০১৮৭৫০১৮৫০৭, ০১৯৩৫২২৬০৯৮।স্বরচিত্র আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র কোর্সের নাম: প্রমিত উচ্চারণ ও আবৃত্তিবিষয়ক কর্মশালাকোর্সের মেয়াদ: ০৩ মাসকর্মশালার বিষয়: বাক-প্রত্যঙ্গ পর্যালোচনা, বর্ণমালা উচ্চারণ কৌশল, স্বরচর্চা, প্রমিত উচ্চারণ-সূত্র, কণ্ঠস্বরের বৈশিষ্ট্য ও প্রয়োগ কৌশল, আবৃত্তি নির্মাণ ও উপস্থাপনশৈলী। প্রশিক্ষক: মাহিদুল ইসলামযোগাযোগ: ০১৭৬০১২৪০৩৬, ০১৬৭৪৯৩৪২৪৮।সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র কোর্সের নাম: প্রমিত উচ্চারণ ও শুদ্ধ পাঠকোর্সের মেয়াদ: ০৪ মাসপ্রশিক্ষক: দেশবরেণ্য আবৃত্তি প্রশিক্ষকগণযোগাযোগ: টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফোন: ০১৭১১১৮৯৩৫৯, ০১৮৪২১১৩২৪৫, ০১৯২২১৯১৬৮১, ০১৯১৫৬০৫৮০৮।কণ্ঠশীলনকোর্সের নাম: শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি শিক্ষাকোর্সের মেয়াদ: ০৪ মাসক্লাস: প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্তকর্মশালার বিষয়:প্রশিক্ষক: আবুল মোমেন, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, নিরঞ্জন অধিকারী, কাজী আরিফ ও বিশ্বজিৎ ঘোষ প্রমুখযোগাযোগ: অনলাইনে www.kanthashilon.org বা info@kanthashilon.org এই ঠিকানায়। এচাড়া টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়। ফোন: ০১৮১৯২৬৩৪৯১, ০১৭৯৯০৮৯৭৬১।এসইউ/এমএস
Advertisement