তথ্যপ্রযুক্তি

আইফোন ১৬-এর ডিজাইনে যেসব পরিবর্তন আসতে পারে

বাজারে এখন পর্যন্ত অনেক কোম্পানি স্মার্টফোন এনেছে, তবে অ্যাপলের আইফোনের জনপ্রিয়তার ধারে কাছেও তারা যেতে পারেনি। পুরো বিশ্বে আইফোন ব্যাপক জনপ্রিয়। আইফোনপ্রেমীদের বছরের শুরু থেকেই পরবর্তী আইফোন নিয়ে উন্মাদনার শেষ থাকে না।

Advertisement

পরবর্তী আইফোনে কী কী ফিচার থাকবে, ক্যামেরা কেমন হবে, ডিজাইন কেমন হবে, স্টোরেজ, রং সব কিছু নিয়েই জল্পনা কল্পনা শুরু হয়ে যায়। সব জল্পনার অবসান ঘটিয়ে সেপ্টেম্বরেই বাজারে আসছে আইফোন ১৬। যার জন্য পুরোবিশ্ব একেবারে উন্মুখ হয়ে আছে। তবে সেপ্টেম্বরের কত তারিখে বাজারে আসছে আইফোন ১৬ তা এখনো জানায়নি অ্যাপল।

আরও পড়ুন

আইফোন ১৬-এর ক্যামেরায় যেসব পরিবর্তন থাকছে

তবে আইফোন ১৬-এর ফিচার নিয়ে নানান কথা শোনা যাচ্ছে। আইফোনে ১৬- র ব্যাক প্যানেলে ডুয়াল রেয়ার ক্যামেরা থাকতে পারে বলে শোনা যাচ্ছে। ফোনের ব্যাক প্যানেলে লম্বালম্বি সাজানো থাকতে পারে ক্যামেরা সেনসর, যেমনটা ছিল আইফোন এক্স এবং আইফোন ১১ মডেলে। তবে একটু নতুনত্ব থাকতে চলেছে আইফোন ১৬ মডেলের ক্যামেরা সেনসরে। ওষুধের ক্যাপস্যুলের মতো দেখতে ক্যামেরা মডিউল থাকতে পারে আইফোন ১৬-র ব্যাক প্যানেলে। অন্যদিকে জানা গিয়েছে, সাদা, কালো, নীল, সবুজ এবং গোলাপি-এই পাঁচটি রঙে আইফোন ১৬ লঞ্চ হতে পারে।

Advertisement

আইফোন ১৬ সিরিজে থাকতে চলেছে অ্যাপেলের নিজস্ব এ১৮ প্রো চিপ। এছাড়াও থাকবে এআই ফিচারের সাপোর্ট। আইফোন ১৬ সিরিজের ফোনে ইউজাররা আইওএস ১৮-র সাপোর্টও পাবেন। শোনা যাচ্ছে, প্রো মডেলে নাকি ২টিবি পর্যন্ত স্টোরেজ থাকবে। আইফোন ১৫ সিরিজে ছিল ৬ জিবি র্যাম। তবে আইফোন ১৬ সিরিজের বেস এবং প্লাস মডেলে ৮ জিবি র্যামের সাপোর্ট থাকবে। এছাড়া আরও অনেক ফিচার যুক্ত হতে পারে আইফোন ১৬ সিরিজে।

আরও পড়ুন

আইফোনে শক্তিশালী পাসকোড তৈরি করবেন যেভাবেআইফোনের ব্যাটারির আয়ু বাড়ানোর উপায়

সূত্র: অ্যাপল সাপোর্ট

Advertisement

কেএসকে/এমএস