দেশজুড়ে

ছাত্রী অপহরণের চেষ্টা, অটোরিকশা চালককে আটক করলো ছাত্ররা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় মো. ইলিয়াস (২০) নামে এক সিএসজিচালিত অটোরিকশা চালককে আটক করে নৌবাহিনীর হাতে তুলে দিয়েছে ছাত্রজনতা।

Advertisement

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার এ এম উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। মো. ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ, তিনি এক স্কুলছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা করেছিলেন।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, সিএনজিচালক ইলিয়াস গাড়ি নিয়ে এ এম উচ্চ বিদ্যালয়ের সামনে দাঁড়িয়েছিলন। স্কুল ছুটির পর এক ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় ওই শিক্ষার্থীর চিৎকারে আশপাশের ছাত্র-জনতা এসে ইলিয়াসকে আটক করে গলায় ‘ইভটিজার’ লেখা প্ল্যাকার্ড ঝুলিয়ে দেয়। পরে কর্তব্যরত নৌবাহিনীর হাতে তুলে দেয় তাকে।

এ সময় স্থানীয় জনতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ এম উচ্চ বিদ্যালয় শাখার সমন্বয়ক তামজিদ উদ্দিন এবং মোহাইমেনুল ইসলাম আরমান উপস্থিত ছিলেন।

Advertisement

এ বিষয়ে জানতে নৌবাহিনী হাতিয়ার কন্টিনজেন্ট কমান্ডার মুশফিকুর রহমানকে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ জাগো নিউজকে বলেন, এ নামের কাউকে আমাদের কাছে দেওয়া হয়নি।

ইকবাল হোসেন মজনু/এফএ/এএসএম

Advertisement