জাতীয়

শাবান মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

শাবান মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৩ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, শাবান মাহমুদের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী বাংলাদেশ হাইকমিশন, নয়াদিল্লি, ভারত মিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে তার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন

Advertisement

অবশেষে পদোন্নতি পেলেন সারওয়ার আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব হলেন শফিকুল ইসলাম

২০২০ সালের ১৬ নভেম্বর শাবান মাহমুদকে বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল শেখ হাসিনার সরকার। এরপর ২০২২ সালের ২ নভেম্বর আরও দুই বছরের জন্য তার নিয়োগ বর্ধিত করা হয়েছিল।

আরএমম/ইএ/এএসএম