আইন-আদালত

প্রধান বিচারপতির একান্ত সচিব হলেন শরীফুল আলম ভূঁঞা

প্রধান বিচারপতির একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম মহানগর অতিরিক্ত দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা।

Advertisement

তাকে নিয়োগ দিয়ে সোমবার (১২ আগস্ট) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান বিচারপতির সদয় অভিপ্রায় অনুযায়ী জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তা চট্টগ্রাম মহানগর অতিরিক্ত দায়রা জজ শরীফুল আলম ভূঁঞাকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির একান্ত সচিব পদে নিয়োগের জন্য তার চাকরি প্রধান বিচারপতির অধীনে ন্যস্ত করা হলো। তাকে বর্তমান পদের কার্যভার বুঝিয়ে দিয়ে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য অনুরোধ করা হলো।

আরও পড়ুন

Advertisement

অবশেষে পদোন্নতি পেলেন সারওয়ার আলম প্রধান উপদেষ্টার প্রেস সচিব হলেন শফিকুল ইসলাম

এর আগে শনিবার দুপুরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করেন। পদত্যাগ করেন আপিল বিভাগের আরও পাঁচ বিচারপতি।

পরে ওই দিন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। রোববার দুপুরে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি।

এফএইচ/ইএ/এএসএম

Advertisement