দেশজুড়ে

ট্রাক থেকে দেড়কেজি হেরোইন উদ্ধার, যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় বেলাল হোসেন (৩৫) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরে কারাদণ্ড দেওয়া হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী এ রায় দেন। দণ্ডিত বেলাল রাজশাহীর গোদাগাড়ীর রানীনগর কুমুরপুর গ্রামের মৃত মুরসাদির ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০২১ সালের ১১ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের দারিয়াপুর ট্রাক টার্মিনাল এলাকায় র‌্যাবের চেকপোস্টে ট্রাকসহ গ্রেফতার হয় বেলাল। এসময় ট্রাক থেকে দেড়কেজি হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় পরদিন সদর থানায় করে র‌্যাবের উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন বাদি হয়ে মামলা করেন। ২০১১ সালের ১৯ ফেব্রুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপ-পরিদর্শক ওবাইদুল হক আদালতে অভিযোগপত্র জমা দেন। সে অভিযোগপত্রের ভিত্তিতে আদালত এ রায় দেন।

সোহান মাহমুদ/এএইচ/এএসএম

Advertisement