পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Advertisement
মঙ্গলবার (১৩ আগস্ট) রেজিস্ট্রার অফিস থেকে এ বিষয়ে আদেশ জারি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম বলেন, ‘ম্যাডাম (উপাচার্য) রিজেন্ট বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনা করেছেন। তার সোশ্যাল অ্যাক্ট আছে। সেই ক্ষমতা বলে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করেছেন।’
এরআগে সোমবার (১২ আগস্ট) উপাচার্যের কাছে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি বন্ধসহ ১৩ দফা দাবি দেন শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে বিকেলে একাডেমিক কাউন্সিলের মিটিং এবং রাতে রিজেন্ট বোর্ডের মিটিং ডাকেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।
Advertisement
আমিন ইসলাম জুয়েল/এসআর/এমএস