টাঙ্গাইল পৌরসভার অচলাবস্থা কাটানোর লক্ষ্যে ৯ সদস্যের আহ্বায়ক পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে মেহেদী হাসান আলিমকে।
Advertisement
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ করেন তিনি। মেহেদী হাসান আলী টাঙ্গাইল পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। কমিটির সদস্য সচিব পৌর নির্বাহী কর্মকর্তা শাহনেওয়াজ পারভীন।
অন্য সদস্যরা হলেন- নির্বাহী প্রকৌশল মো. মিজানুর রহমান, কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন বাদশা, মো. রুবেল মিয়া, খালেদা আক্তার স্বপ্না, রকি হায়দার, আবুল কালাম আজাদ ও সেলিনা আক্তার।
টাঙ্গাইল পৌর প্যানেল মেয়র তানভীর হাসান ফেরদৌস নোমান বলেন, পৌরসভার অচলাবস্থা কাটিয়ে তোলার জন্য সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির মাধ্যমে সব কার্যক্রম পরিচালিত হবে।
Advertisement
নবগঠিত পরিচালনা কমিটির আহ্বায়ক মেহেদী হাসান আলিম জানান, নাগরিক সেবা সচল ও ভঙ্গুর পৌরসভার ভবন পুনঃনির্মাণে কমিটি আজ থেকেই কাজ শুরু করেছে। সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।
এর আগে ১০ আগস্ট টাঙ্গাইল পৌর পরিষদের সর্বসম্মতিক্রমে ৯ সদস্যের ওই আহ্বায়ক পরিচালনা কমিটি গঠন করা হয়।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে কয়েক দফা হামলার শিকার হয় টাঙ্গাইল পৌরসভা ভবন। এছাড়া ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় পৌর মেয়রসহ অন্যরা পালিয়ে যান। এতে বন্ধ হয়ে যায় পৌরসভা সব কার্যক্রম।
আরিফুর রহমান টগর/এএইচ/এএসএম
Advertisement