আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় প্রস্তাবিত নতুন রাজধানীতে মন্ত্রিসভার প্রথম বৈঠক

প্রস্তাবিত নতুন রাজধানী নুসানতারায় প্রথমবারের মতো মন্ত্রিসভার বৈঠক করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। সোমবার (১২ আগস্ট) এ বৈঠক হয়েছে। মূলত ৩২ বিলিয়ন ডলারের মেগা প্রজেক্টের ব্যাপারে বিনিয়োগকারীদের আশ্বস্ত করাই তার লক্ষ্য। চলতি বছরের অক্টোবরে বিদায় নেবেন তিনি।

Advertisement

কয়েক বছর আগে জাকার্তা থেকে নুসানতারায় রাজধানীয় সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রেও রয়েছে নানা ধরনের সমস্যা। বিশেষ করে প্রস্তাবিত নতুন রাজধানীতে কনস্ট্রাকশনের কাজ বিলম্বিত হচ্ছে। তাছাড়া বিদেশি বিনিয়োগেরও অভাব রয়েছে।

আরও পড়ুন>

ইন্দোনেশিয়ার নতুন রাজধানী ‘নুসান্তারা’ নিয়ে বিতর্ক ইন্দোনেশিয়ার নতুন রাজধানী হচ্ছে ‘নুসান্তারা’

মন্ত্রিসভার বৈঠকে উইদোদো বলেন, নতুন রাজধানী দেশের জন্য একটি ঐতিহাসিক অধ্যায়। নুসানতারা একটি ক্যানভাস, যার ওপর আমরা ভবিষ্যত খোদাই করতে পারি। প্রতিটি দেশে একদম শূন্য থেকে একটি নতুন রাজধানী নির্মাণের সুযোগ বা ক্ষমতা নেই বলেও উল্লেখ করেন তিনি।

Advertisement

বর্তমান রাজধানী জাকার্তা থেকে প্রায় এক হাজর দুইশ কিলোমিটার দূরে বোর্নিও দ্বীপে নতুন রাজধানী তৈরির কাজ চলছে।

বর্তমান স্থানটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এবং এখন থেকে পুরোদেশে সমানভাবে উন্নয়ন কাজ করা যাবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট।

সোমবারের বৈঠকে মন্ত্রিসভার প্রায় সব সদস্য অংশ নেন। ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী ও নির্বাচিত প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতো।

সূত্র: রয়টার্স

Advertisement

এমএসএম